ইউক্রেনের ড্রোন আক্রমণের কারণে স্মোলেন্সক’এর অগ্নিকান্ড: রাশিয়া

কিয়েভে বিমান হামলার সতর্ক সাইরেন বেজে ওঠায় সেখানকার অধিবাসীরা একটি মেট্রো স্টেশনে েআশ্রয় নিয়েছেন। ইউক্রেন, ৩১ ডিসিম্বর, ২০২৪।

রাশিয়ার কর্মকর্তারা মঙ্গলবার বলেন স্মোলেন্সক অঞ্চলের একটি জ্বালানি তেলের স্থাপনায়, ইউক্রেনের একটি বিধ্বস্ত ড্রোনের বর্জ্য পড়ায় আগুন ধরে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা রাতভর ১০টি স্মোলেন্সকসহ , ইউক্রেনের মোট ৬৮টি ড্রোন ভূপতিত করেছে।

মন্ত্রণালয়টি বলেছে ব্রায়ানস্ক,ক্রাইমিয়া,ক্রাসনোদার, তিভার, রোস্তভ, কুরস্ক ও কারুগা অঞ্চলগুলিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এই আক্রমণে কোন ক্ষয়-ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ দিকে মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ কিয়েভ ও সুমি অঞ্চলগুলিকে লক্ষ্য করে চালানো হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে যে তারা রাতে রাশিয়ার নিক্ষিপ্ত ২১ টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টি ভূপতিত করেছে এবং ৪০ টি ড্রোনের মধ্যে ১৬টিকে বিধ্বস্ত করেছে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহী পপকো বলেন বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রগুলির ধ্বংসাবশেষ তিনটি ভবনের ক্ষতি সাধন করেছে।

কর্মকর্তারা বলছেন ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সুমি এলাকায় শোস্তকা শহরের অবকাঠামোগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়।

এই সংবাদের কিছু তথ্য এএফপি ও রয়টার্স সরবরাহ করেছে।