আতশবাজির মধ্য দিয়ে সবার আগে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর

অস্ট্রেলিয়ার সিডনিতে রাত ৯টায় আতশবাজি পুড়িয়ে নববর্ষ উদযাপন করা হচ্ছে (৩১ ডিসেম্বর, ২০২৪)

প্রথম বড় শহর হিসেবে অকল্যান্ড ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। এ সময় হাজার হাজার মানুষ নতুন বছর শুরুর মুহূর্তটি গণনা করেন এবং নিউজিল্যান্ডের সবচেয়ে বড় স্থাপনা স্কাই টাওয়ার থেকে ছোঁড়া বর্ণিল আতশবাজির সঙ্গে তাল মিলিয়ে আনন্দ প্রকাশ করেন। সঙ্গে ডাউনটাউনে আয়োজিত হয় এক লাইট শো।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলোতে সবচেয়ে আগে নববর্ষের উদযাপন শুরু হয়। নিউজিল্যান্ডের মধ্যরাতের প্রায় আরও ১৮ ঘণ্টা পর নিউইয়র্কের টাইমস স্কয়ারে (বল ড্রপ) নববর্ষের উদযাপন শুরু হবে। একটি সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতায় ভরপুর বছর শেষে বিশ্বজুড়ে অন্যান্য শহরগুলোতেও স্থানীয় সংস্কৃতিকে ঘিরে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ায় কয়েক লক্ষ মানুষ সিডনি হারবারে উপস্থিত হয়ে প্রথাগত আতশবাজি উৎসবে অংশ নিয়েছেন। সেখানে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসের কণ্ঠের সঙ্গে উপস্থিত জনতার সুর মেলানোর কথা রয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব ও পরিবেশনায় দেশটির আদিবাসীদের প্রতি সম্মান জানানো হবে।

নিউইয়র্ক সিটিতে টাইমস স্কয়ারের উৎসবের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বিখ্যাত বল ড্রপ পরীক্ষা করেছে এবং ২০২৫ লেখা নামফলক, আলোকসজ্জা ও হাজার হাজার স্ফটিক নিরীক্ষা করেছে। ১৯০৭ সাল থেকে এই প্রথা চালু আছে। এ বছরের উদযাপনে থাকছে টিএলসি, জোনাস ব্রাদার্স, রিতা ওরা ও সোফি এলিস-বেক্সটরের মত খ্যাতিমান সঙ্গীতশিল্পীদের পরিবেশনা।

বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়া সত্ত্বেও শহরের মূল পর্যটন ও থিয়েটার হাবের বেশ কয়েকটি ব্লক ঘিরে আয়োজিত পার্টিতে অসংখ্য মানুষ উপস্থিত হবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

টাইমজোন ভেদে বিশ্বজুড়ে নববর্ষের আগমনকে উৎসব-উদযাপনে স্বাগত জানানো হবে। যেসব দেশ বা শহরে সবার শেষে নববর্ষ উদযাপন হবে, তাদের অন্যতম হল আমেরিকান সামোয়া। নিউজিল্যান্ডের পুরো ২৪ ঘণ্টা পর সেখানে নববর্ষ উদযাপন হবে।