এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৯ জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং ঐ দিন সব ফেডেরাল অফিস বন্ধ থাকবে। আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট কার্টার রবিবার ১০০ বছর বয়সে মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট সোমবার আইনপ্রণেতাদের জানিয়েছে যে ট্রেজারির কমপিউটারগুলোতে চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার অনুপ্রবেশ ঘটেছে যাকে কর্মকর্তারা "বড় ঘটনা" হিসাবে বর্ণনা করছেন। মঙ্গলবার চীন ঐ দাবিকে "ভিত্তিহীন" এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।

নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনের আগে বিখ্যাত ক্রিস্টাল বলটি সোমবার পরীক্ষা করা হয়। টাইমস স্কয়ার অ্যালায়েন্স জানিয়েছে, বলটি ১৬ মিলিয়নের বেশি উজ্জ্বল রঙ এবং কোটি কোটি ডিজাইন প্রদর্শন করতে সক্ষম এবং ৩২ হাজার ২৫৬টি এলইডি বাল্ব দ্বারা আলোকিত হয়। ধারণা করা হচ্ছে, টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনে ১০ লাখ মানুষ অংশ নেবে।