গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা বন্ধ করতে আহ্বান জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেয়াস ৭৭তম বিশ্ব স্বাস্থ্য মহাসভার উদ্বোধনী দিনে বক্তব্য রাখছেন। জেনেভা। ফাইল ফটোঃ ২৭ মে, ২০২৪।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেয়াস সোমবার বলেছেন, গাজা ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থা "মারাত্মক ঝুঁকিতে" রয়েছে। হাসপাতালগুলির উপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।


তেদ্রোস এক বিবৃতিতে বলেছেন,"গাজার মানুষদের স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়া একান্ত দরকার। স্বাস্থ্য সামগ্রী সরবরাহ করার জন্য মানবিক কর্মীদের সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।"


গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের অধিকর্তা হুসামআবু সাফিয়ার অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন তেদ্রোস। গত সপ্তাহে ২০০ জনের বেশি ফিলিস্তিনির সঙ্গে সাফিয়াকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।


ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জঙ্গিরা হাসপাতালগুলি ব্যবহার করছে এবং সাফিয়াকে সন্দেহভাজন হামাস সদস্য হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


বেইত লাহিয়া এলাকায় অবস্থিত হাসপাতালটি গাজার উত্তরাঞ্চলের শেষ সচল হাসপাতালগুলির একটি।

তেদ্রোস বলেছেন, "হানার পর গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতাল অচল হয়ে পড়েছে, রোগী ও কর্মীদের সরানো হয়েছে এবং এই হাসপাতালের অধিকর্তা ড. হুসাম আবু সাফিয়াকে দুই দিন আগে আটক করা হয়েছে। তিনি কোথায়, তা অজানা।"

হু'র প্রধান আরও বলেছেন, গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশীয় হাসপাতালে চিকিৎসা সামগ্রী, খাদ্য ও পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে এই সংস্থার অংশীদাররা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও অনেক দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে