যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলরসহ আটক ৪

কাউন্সিলর ও সাবেক সেনা সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে ডাকাতির প্রস্তুতিকালে যশোরে। ৩০ ডিসেম্বর, ২০২৪।

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর ও সাবেক সেনা সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় রবিবার (২৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- যশোরের নতুন খয়েরতলা এলাকার মো. মিজানুর রহমান, চুড়ামনকাঠি এলাকার ফিরোজ আহম্মেদ, চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মো. গোলাম মোস্তফা ও পুড়াপাড়ার মো. রকি বিশ্বাস।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, "গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।"

এরপর ডিবি পুলিশের একটি দল রাত ১টার দিকে ওই অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসে করে পালানোর চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়।

তিনি জানান, আটকদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মিজানুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য।