আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দীন বলেছেন, সরকার বা বিচার বিভাগ নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। সোমবার (৩০ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, "নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে এবং বাইরের কোনো চাপ নেই। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আমরা বদ্ধপরিকর।"

অতীতের চ্যালেঞ্জ তুলে ধরে বিগত নির্বাচনগুলোতে ভুয়া ভোটারদের বিষয়টি স্বীকার করেন সিইসি।

ভোটার নিবন্ধন কমে যাওয়াকে ভোটদান প্রক্রিয়ার প্রতি অনাস্থাকে দায়ী করেন এবং এসব উদ্বেগ নিরসনে শিগগিরই ভোটার তালিকা হালনাগাদ শুরু করার পরিকল্পনা ঘোষণা করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, "আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আগের মতো নির্বাচন হবে না। ৫ আগস্টের পর থেকে নির্বাচনি বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।"

বৈঠকে সিইসি ভোটার তালিকা হালনাগাদ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং এ প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশন প্রস্তুত রয়েছে।

বিভিন্ন পর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন, নির্বাচন ব্যবস্থাপনা এবং ভোটারদের সম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।