দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার মুহূর্ত

Your browser doesn’t support HTML5

রয়টার্স-এর সংগ্রহ করা এক প্রত্যক্ষদর্শীর ধারণকৃত এই ভিডিওটিতে দক্ষিণ কোরিয়ার মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি ধরা পড়ে৷ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ১৮১ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যসহ জেজু এয়ার ফ্লাইট ৭সি২২১৬ ব্যাংকক থেকে আসছিল। স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ পরে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।

বিমানটি রানওয়েতে আছড়ে পড়ার পর বিমানের সামনের দিকের ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করায় তা একটি কংক্রিটের দেয়ালে গিয়ে ধাক্কা খায় যার ফলে বিমানটিতে আগুন ধরে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৭৯ জন নিহত হয়েছে এবং এটি দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।