আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে যে গত সপ্তাহে প্রাণনাশী বিমান হামলার প্রতিশোধ নিতে তাদের বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে বহু স্থানে আক্রমণ চালিয়েছে।
গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে একটি প্রশিক্ষণ স্থাপনা ধ্বংস করতে এবং বিদ্রোহীদের হত্যা করতে পাকিস্তান এক অভিযান চালায় । এই আক্রমণে নারী ও শিশুসহ কয়েক ডজন লোক প্রাণ হারায়।
সামজিক মাধ্যম এক্স’এ পোষ্ট করা তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্যে বলা হয়েছে তাদের বাহিনী পাকিস্তানের সেই সব স্থানকে লক্ষ্য করে এই অভিযান চালায় যেগুলি,“বিদ্বেষপরায়ণদের এবং তাদের সমর্থকদের কেন্দ্র এবং গোপন আস্তানা ছিল যারা আফগানিস্তানে সংগঠিত ও সমন্বিত আক্রমণ চালিয়েছিল”।
মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজামি এই আক্রমণ সম্পর্কে আর কোন তথ্য দেননি। তিনি জানাননি যে কি ভাবে এই অভিযান চালানো হয়েছে কিংবা এতে কোন পক্ষের কেউ হতহত হয়েছে কী না।
তবে তালিবানপন্থি সংবাদপত্র হুররিয়াত ডেইলি নিউজ মন্ত্রণালয়ের সুত্র উদ্ধৃত করে বলছে এই অভিযানে ১৯ জন পাকিস্তানি সৈন্য ও ৩ জন আফগান অসামরিক ব্যক্তি প্রাণ হারায়। তাত্ক্ষণিক মন্তব্যের জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাউকে পাওয়া যায়নি।
ব্যবস্থাপক রশিদুল্লাহ হামদার্দ জানিয়েছেন আফগানিস্তানের এই পাল্টা আক্রমণকে দেশটির দক্ষিণ-পূর্বঞ্চলীয় খোস্ত প্রদেশে আনন্দের সঙ্গে উদযাপন করা হয়।
হাজার হাজার লোক পথে বেরিয়ে এসে তাদের আনন্দ প্রকাশ করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে আফগান সামরিক বাহিনীকে তাদের সমর্থনের নিশ্চয়তা দেন।
হামদার্দ বলেন, “সকলেই এর আগে পাকিস্তানের কর্মকান্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ শ্লোগান দেন, বলেন, ‘পাকিস্তান মুর্দাবাদ’। সকল আফগান ভাই-ভাই সুতরাং এটা প্রয়োজন যে গোটা জাতি এবং সরকার তাদের রক্তে গৌরব বোধ করবে”।
পাকিস্তানি কর্মকর্তারা তালিবানকে এই বলে অভিযুক্ত করেন যে তারা সীমান্তের ও-পার থেকে জঙ্গি কর্মকান্ড প্রতিহত করতে যথেষ্ট কিছু করে নাই, তালিবান এই অভিযোগ অস্বীকার করে । তারা বলে আফগানিস্তানের ভূমি থেকে তারা কাউকে অন্য কোন দেশে আক্রমণ চালাতে দেয় না।