ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য শুরু হয়েছে শনিবার; দিল্লির রাস্তা দিয়ে অন্ত্যেষ্টিযাত্রা করা হয়েছে। শনিবার, ২৮ ডিসেম্বর।
সিং-কে শ্রদ্ধা জানাতে ভারতের প্রশাসন সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির স্থপতি হিসেবে তিনি বহুল সমাদৃত।
ভারতে দীর্ঘতম সময়কাল ধরে যে সকল প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন সিং তাদের অন্যতম। তিনি ১০ বছর সে দেশের প্রধানমন্ত্রী এবং সংসদের উচ্চকক্ষে কংগ্রেস দলের নেতা ছিলেন। (এপি)