পেরুর আদিবাসী গ্রামে নববর্ষের আগে সমস্যার নিষ্পত্তিতে মুষ্টিযুদ্ধ

Your browser doesn’t support HTML5

পেরুর আন্দেজ প্রদেশে আদিবাসী সম্প্রদায় বার্ষিক তাকানাকু উৎসবে মুষ্টিযুদ্ধে মেতে উঠেছে। এই উৎসব দুই দিন ধরে চলে এবং এটি ক্রিসমাসের দিন শুরু হয়। বুধবার, ২৫ ডিসেম্বর।

প্রতি বছর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মুষ্টিযুদ্ধের মাধ্যমে পারস্পরিক বিবাদ ও অভিযোগ মিটিয়ে নেওয়া হয়। নতুন বছরের ঠিক আগেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই বছর নারী ও শিশুসহ জনগোষ্ঠীর লোকেরা একজনের বিপরীতে আরেকজন কিক-বক্সিং-এর কায়দায় ঘুষি ছুড়েছেন।

স্থানীয় কেচুয়া ভাষায় ‘তাকানাকু’ শব্দের অর্থ হল, “একে অপরকে আঘাত করা।” পারস্পরিক দ্বন্দ্ব ও বিবাদ মেটাতে ও সম্পর্ক মজবুত করতে তাকানাকু উৎসব উদযাপন করা হয়।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুষ্ঠিযোদ্ধারা ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন; কেউ কেউ মুখোশ ও পাখির পালক পরেছেন। (রয়টার্স)