দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে  অভিশংসনের প্রস্তাব বিরোধীদের

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু  ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে  সরকারি কমপ্লেক্সে বক্তব্য রাখছেন। 

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিরোধী দল বলেছে, তারা সাংবিধানিক আদালতের গঠন নিয়ে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু-র বিরুদ্ধে একটি অভিশংসন প্রস্তাব পেশ করেছে, যা তার পূর্বসূরীকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বর্তমানে বরখাস্ত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করলে দক্ষিণ কোরিয়া রাজনৈতিক সংকটে পড়ে।

নাটকীয় ঘোষণার কারণে ১৪ই ডিসেম্বর পার্লামেন্ট ইয়ুনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়, তবে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আইনপ্রণেতাদের সিদ্ধান্ত বহল রাখার জন্য সাংবিধানিক আদালতের রায় প্রয়োজন।

তবে আদালতে এখন তিনজন বিচারকের ঘাটতি রয়েছে। যদি এটি তার ৬ সদস্যকে বেঞ্চে নিয়ে এগিয়ে যেতে পারে, তবে একটি ভিন্নমত ভোট ইউনকে পুনর্বহাল করবে।

বিরোধীরা চায় হান ৯ সদস্যের বেঞ্চ পূরণের জন্য আরো তিনজন মনোনীত প্রার্থীকে অনুমোদন করুক। হান এখন পর্যন্ত তা করতে অস্বীকার করেছেন, যা মূলত উভয়পক্ষকে অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে।

বিরোধী ডেমোক্রেটিক পার্টি তাই বলছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও অভিশংসন করা উচিত।

অভিশংসন প্রস্তাবে বিরোধীরা হানের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা বলেন, হান আনুষ্ঠানিকভাবে বিচারক নিয়োগ করতে অস্বীকার করেছেন। তারা ইয়ুনের স্বল্পকালীন সামরিক আইন আরোপ এবং স্ত্রী কিম কিওন হির সাথে সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য দুটি বিশেষ তদন্ত বিল জারি করেছেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে হান প্রেসিডেন্ট দম্পতির বিরুদ্ধে তদন্তের জন্য দুটি স্বাধীন তদন্ত সংস্থা গঠনের বিশেষ বিলের জন্য বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেন। এর ফলে ডেমোক্রেটিক পার্টি থেকে অভিশংসনের হুঁশিয়ারি দেয়া হয়েছিল।

শুক্রবার বিরোধীরা যদি তাদের প্রচেষ্টায় সফল হয়, তাহলে দক্ষিণ কোরিয়া দুই সপ্তাহের কম সময়ের মধ্যে একজন রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় অভিশংসন দেখতে পাবে, যা দেশটির রাজনীতিকে আরো অস্থিতিশীল করে তুলবে।