আজারবাইজান এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়লো কাজাখস্তানে

Your browser doesn’t support HTML5

আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমানকে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে জানিয়েছে এই বিষয়ক তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আজারবাইজানের চারটি সূত্র। উল্লেখ্য, বিমানটি কাজাখস্তানে বিধ্বস্ত হয় এবং ৩৮ জন প্রাণ হারিয়েছে। বুধবার, ২৫ ডিসেম্বর।

একটি ভিডিওতে দেখা গেছে, স্থলভাগে আছড়ে পড়া ও বিস্ফোরণের আগে বিমানটি দ্রুত বিক্ষিপ্তভাবে ওঠা-নামা করছিল।

রুশ, আজারবাইজানি ও কাজাখস্তানি কর্মকর্তারা এই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।

বুধবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বেশ কয়েকটি অঞ্চলে তারা ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। (রয়টার্স)