বান্দরবানে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের ১৭টি বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Your browser doesn’t support HTML5

বান্দরবানের লামায় মঙ্গলবার রাতে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের ১৭টি বসতঘর আগুনে পুড়ে গেছে।

বড়দিন উপলক্ষে তংগোঝিরি পাড়ার সবাই গীর্জায় গেলে, এলাকায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা বসতঘরগুলোতে আগুন লাগিয়ে দেয় বলে অনুমান করা হচ্ছে। কে বা কারা এই অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

লামা উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব বলেন, "নতুন তংগঝিড়ি পড়ার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানে হিংসাত্মকভাবে ১৭টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত ১৭টি পরিবারের জন্য কম্বল, খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।"

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মো. এনামুল হক ভুঁইয়া বলেন, " (এই এলাকায়) ৫ আগস্টের পর ভূমি সংক্রান্ত বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বেদখল সংক্রান্ত ঘটনা রয়েছে। যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।’