সিরিয়ায় তুরস্কের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের পিছু হঠতে বাধ্য করছে কুর্দি বাহিনী

ফাইল ছবি: সিরিয়ার রাককা অঞ্চলের আল নাঈম স্কোয়ারে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের যোদ্ধারা পাহারা দিচ্ছে । ৭ ফেব্রুয়ারি, ২০২২।

কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) মঙ্গলবার বলছে তারা তুরস্কের সমর্থনপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সঙ্গে সীমান্তবর্তী এলাকার দখল ফিরে পেতে তারা এই হামলা শুরু করেছে।

সিরিয়ায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র এসডিএফ। তারা দেশটির পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এ মাসেই বাশার আল-আসাদের কর্তৃত্বপরায়ণ শাসনামলের অবসানের পর থেকেই যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সংগঠন ও এসএনএ’র মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। ইতোমধ্যে এসএনএ গুরুত্বপূর্ণ শহর মানবিজ ও এর আশেপাশের এলাকাগুলো দখল করেছে।

এসডিএফের নারী সুরক্ষা ইউনিটের মুখপাত্র রুকেন জামাল এপিকে জানান, পাল্টা হামলার উদ্যোগের অংশ হিসেবে তাদের যোদ্ধারা মানবিজের কেন্দ্র থেকে প্রায় সাত মাইল (১১ কিলোমিটার) দূরে পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার তুরস্কের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইয়াসার গুলেরের সঙ্গে কথা বলেছেন। পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার এই তথ্য জানান। তিনি বলেন, তারা সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং অস্টিন জোর দিয়ে বলছেন, দেশটিতে (সিরিয়ায়) আইএসের তৎপরতাকে সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা খুবই জরুরি। সিরিয়াকে আরও নিরাপদ ও স্থিতিশীল করতে প্রয়োজনীয় জরুরি উদ্যোগগুলো নিয়েও তারা কথা বলেন।

সোমবার এসডিএফের মুখপাত্র ফরহাদ শামি জানান, তার সংগঠনের সশস্ত্র সদস্যরা তুরস্কের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের ফোরাত নদীর তীরবর্তী তিশরিন বাঁধের কাছাকাছি এলাকার দিকে পিছু হঠতে বাধ্য করেছে। এই বাঁধটি জলবিদ্যুত উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস। তিনি আরও জানান, মানবিজের দক্ষিণ-পূর্বে তারা বিদ্রোহীদের একটি ট্যাংকও ধ্বংস করেছে।

সিরিয়ার গণবিক্ষোভ যখন সংঘাতে পরিণত হয় তখন কুর্দিরা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি অংশে সার্বভৌম শাসন জারি করে। সংঘাতের পুরো সময়জুড়ে তারা একবারের জন্যেও দামেস্কে আসাদের সঙ্গে বা তাকে উৎখাতের চেষ্টারত বিদ্রোহীদের সঙ্গে একজোট হয়নি।

চলমান সংঘাত পরিস্থিতিতে এসডিএফের কমান্ডার মাজলুম আবদি সিরিয়ায় তৈরি হওয়া নেতৃত্ব সঙ্কটের মাঝে আইএস’এর পুনরুত্থানের আশঙ্কার কথা জানিয়েছেন। তার মতে, পরিস্থিতির সুযোগ নিয়ে কুর্দিদের নেতৃত্বাধীন বাহিনীগুলো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে হামলা চালাতে বা ছড়িয়ে ছিটিয়ে থাকা গোপন আস্তানায় অভিযান পরিচালনা করতে পারছে না।