যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার আইনে পরিণত করতে ৫০টি বিলে স্বাক্ষর করেছেন, যার মধ্যে একটি বল্ড ঈগলকে জাতীয় পাখি করা। আরেকটি হচ্ছে কংগ্রেস সদস্যরা নির্দিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদের অবসর-ভাতা বন্ধ করা হবে।
হাওয়াই থেকে পাওয়া ভিডিওতে বুধবার ভোরে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গীরণ হতে দেখা যায়। কিলাউয়া বিশ্বের জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে অন্যতম। সেখান থেকে সোম ও মঙ্গলবার লাভার উদ্গীরণ হয়েছে।
মঙ্গলবার ফ্লোরিডার কোকোয়া বিচে সার্ফিং সান্টাস অনুষ্ঠানের ১৬তম বার্ষিকীতে শত শত মানুষ তাদের ক্রিসমাসের পোশাক পরেছিলেন। চ্যারিটি অনুষ্ঠানটিতে ১ লক্ষের বেশি ডলার সংগৃহীত হয়েছে।