দেশে কুয়াশাসহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে, নতুন বছরের শুরু দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে।

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশির ভাগ এলাকায় এ মাসের বাকি সময়ে হালকা শীত থাকতে পারে। নতুন বছরের শুরু দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে। দেশের বাকি এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। কিছুটা মেঘলা থাকতে পারে দেশের উপকূলীয় এলাকার আকাশ।

বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস আর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, দেশের বিভিন্ন স্থানে বুধবার থেকে কুয়াশা পড়া শুরু হতে পারে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।