২৩ ডিসেম্বর, সোমবার সিরিয়ার হামায় একটি সুসজ্জিত ক্রিসমাস ট্রিতে আগুন লাগার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, লোকজন গাছের চারপাশে ঘুরে বেড়াচ্ছে; একজনের হাতে অজ্ঞাত তরল পদার্থসহ একটি পাত্র রয়েছে।
তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটির নিন্দা জানাতে মঙ্গলবার দামেস্কে শত শত খ্রিস্টান বিক্ষোভ করেছে।
সিরিয়ার গির্জার নেতারা খ্রিস্টানদের এবছর বড়দিন উদযাপন পিছিয়ে দেয়ার পরামর্শ দিচ্ছেন, যদিও সদ্য ক্ষমতা গ্রহণকারী ইসলামপন্থীরা তাদেরকে নিশ্চিত করেছে যে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। (রয়টার্স)