বিশ্বখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর, মঙ্গলবার ভারতের পূর্বোঞ্চলে ওড়িশা রাজ্যের একটি সমুদ্র সৈকতে শত শত কেজি ক্যান্ডি ব্যবহার করে একটি সান্তা তৈরি করেছেন।
বিশাল বালির ভাস্কর্য তৈরির জন্য সুপরিচিত পট্টনায়েক ৫৫০ কিলোগ্রাম ক্যান্ডি ব্যবহার করে একটি উজ্জ্বল লাল রংয়ের সান্তা ক্লজ তৈরি করেছেন যা দৈর্ঘ্যে প্রায় ১৬০ ফুট এবং প্রস্থের ১০০ ফুট।
ইন্সটলেশনটি সম্পন্ন করতে ছয় ঘন্টা সময় লেগেছিল দেখে পর্যটকরা অভিভূত। ( রয়টার্স)