কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২

কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অগ্নিকাণ্ড। ২৪ ডিসেম্বর, ২০২৪।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

স্থানীয় বাসিন্দা শামশুল ইসলাম ফয়সাল বলেন, দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়। তাকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানূর রহমান জানান, অগ্নিকাণ্ডে ৫৪৯টি শেল্টার সম্পুর্ণ পুড়ে গেছে। আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য ৬টি শেল্টার ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬৩টি শেল্টার।

তার দেওয়া তথ্যমতে, বিভিন্ন সেবাদানকারী সংস্থার ১৯৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নিহতদের মধ্যে একজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৬ জন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট পরিবারের সংখ্যা ৮৮৫।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, একটি বসতঘরে আকস্মিক আগুন লেগে যায়। সেই আগুন ক্যাম্পের আশপাশের বসতঘরসহ অন্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন ও স্থানীয়রাসহ উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ওসি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।