যুক্তরাষ্ট্র-জাপান জোট জোরদার করা জরুরি, বললেন জাপানের প্রধানমন্ত্রী  

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ২০২৪ সালের ২৪ ডিসেম্বর টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের জন্য আসার সময় ছবির জন্য পোজ দিয়েছেন ।

মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের মিত্রতা জোরদার করতে চান। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে যত দ্রুত সম্ভব বৈঠকের ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন।

জাপান ক্রমবর্ধমান আগ্রাসী চীন এবং পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার প্রতিবেশী। উত্তর কোরিয়া রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক গভীর করছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ আমি মনে করি যুক্তরাষ্ট্র- জাপান জোট আরো শক্তিশালী করাটা…… এবং উত্তর-পূর্ব এশিয়ার পরিস্থিতি সম্পর্কে একটি সাধারণ বোঝাপড়া ভাগ করে নেয়া গুরুত্বপূর্ণ।” তিনি আরো বলেন, সম্ভাব্য বৈঠকের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

অক্টোবরে ক্ষমতাসীন ইশিবা ট্রাম্পের সাথে বৈঠক করতে চেয়েছিলেন। তবে গত মাসে সাংবাদিকদের তিনি বলেন, ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগে লোগান অ্যাক্টের অধীনে বিশ্ব নেতাদের সাথে তার বৈঠক নিষিদ্ধ।

জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের বিধবা স্ত্রী আকি অ্যাবের সাথে ট্রাম্প সাক্ষাৎ করেছেন।

ইশিবা আরো বলেন, আগামী ২৭ ডিসেম্বর তার মন্ত্রিসভা এপ্রিল থেকে আগামী অর্থবছরের জন্য একটি খসড়া রাজ্য বাজেট অনুমোদনের পরিকল্পনা করেছে

তিনি ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং ভবিষ্যতে বেসরকারি ব্যয় বাড়ানো প্রসঙ্গে জনসাধারণের উদ্বেগ দূর করার ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি দেন।