সালিভান ও ইউনূসের ফোনালাপঃ বাংলাদেশে ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। সোমবার টেলিফোনে মত বিনিময়ের সময় তারা এই অঙ্গীকারের কথা জানান।

সোমবারের এই টেলিফোন আলাপ নিয়ে প্রকাশিত হোয়াইট হাউজের রিড আউটে বলা হয়, সালিভান একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানান।

সেই সাথে উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

সালিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন এবং বাংলাদেশের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন।