আসাদের পতনের পর সমঅধিকারের দাবিতে সিরিয়ায় নারীদের সমাবেশ

Your browser doesn’t support HTML5

দামেস্কের নতুন ইসলামপন্থী শাসকদের নারী অধিকারকে সম্মান করার দাবিতে উত্তর-পূর্ব সিরিয়ার শহর কামিশলিতে হাজার হাজার নারী সমাবেশ করেন। সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪।

তারা আরও চান যে শাসকরা উত্তরের কুর্দি নেতৃত্বাধীন অঞ্চলে তুরস্ক-সমর্থিত সামরিক অভিযানের নিন্দা জানাক।

সমাবেশে অনেকেই কার্ডিশ পিপলস প্রোটেকশন ইউনিট মিলিশিয়া (ওয়াইপিজি)-র সহযোগী মহিলা সুরক্ষা ইউনিট (ওয়াইপিজে)-র সবুজ পতাকা উত্তোলন করে, যাদের তুরস্ক জাতীয় নিরাপত্তা হুমকি বলে মনে করে এবং অবিলম্বে ভেঙে দিতে চায়।

২০১১-তে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুর্দি গোষ্ঠীগুলি উত্তরের বেশিরভাগ অঞ্চলে স্বায়ত্তশাসন উপভোগ করে আসছে৷

কিন্তু দুই সপ্তাহ আগে ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম গোষ্ঠী (এইচটিএস) ঝটিকা অভিযান চালিয়ে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই দলগুলো আর তেমন প্রভাবশালী নয়।

সিরীয়দের মধ্যে এখন ব্যাপক উদ্বেগ রয়েছে যে দামেস্কের নতুন প্রশাসন কট্টর ইসলামপন্থী শাসনের দিকে ঝুঁকতে পারে যা সংখ্যালঘু এবং মহিলাদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।