মেঘনায় পণ্যবাহী জাহাজ থেকে পাঁচ জনের লাশ উদ্ধার, নিহত অন্তত সাত জন 

মেঘনা নদীতে নৌ পুলিশ পণ্যবাহী নৌযান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে। ২৩ ডিসেম্বর, ২০২৪।

মেঘনা নদীতে একটি পণ্যবাহী নৌযান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) আরও ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়, এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুজনের মৃত্যু ঘটেছে।"

এর আগে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছিল নৌ পুলিশ।

জাহাজটির নাম এমভি বাখেরা।

সবার গায়ে আঘাতের চিহ্ন, কারো কারো গলাকাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, দেশীয় অস্ত্রের আঘাত মনে করছে পুলিশ, শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন তারা।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিনসহ নৌ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। হামলার কারণ এবং আরও বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয়দের হতবাক করে দিয়েছে।

ঘটনাস্থলের আশেপাশের পরিস্থিতি উদঘাটন করতে কাজ করছেন কর্মকর্তারা।