৭ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২ ভারতীয়

৭ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২ ভারতীয়

বাংলাদেশে ৭ বছর কারাভোগের পর ২ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের অনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

ওই দুই ব্যক্তি হলেন- বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সীতামনি-ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং এবং ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তোপ্পো।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, দীর্ঘ ৭ বছর যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ শেষে ভারতীয় হাইকমিশনের কনসুলার বিভাগ ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শেষে আজ সকালে তাদের পেট্রাপোল ইমিগ্রেশনে পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

হস্তান্তর প্রক্রীয়ার সময় দুদেশের বিজিবি, বিএসএফ ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।