শ্রীলঙ্কার নৌবাহিনী ১০২ জন রোহিঙ্গা শরণার্থী বোঝাই নৌকা উদ্ধার করেছে

Your browser doesn’t support HTML5

মিয়ানমার থেকে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে শ্রীলঙ্কাতে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের নৌবাহিনী। শুক্রবার, ২০ ডিসেম্বর।

ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রের অদূরে মাছ ধরার ট্রলারে ভাসছিল শরণার্থীরা।

মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লোকদের , যাদের অধিকাংশই মুসলিম, প্রচন্ড নির্যাতন করা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার রোহিঙ্গা প্রতি বছর দীর্ঘ সমুদ্রযাত্রায় পাড়ি দেয়। এদের বেশিরভাগই দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে। (এএফপি)