সেন্ট্রাল নিউজ এজেন্সির খবর অনুযায়ী, বুধবার, ১৯ ডিসেম্বর, তাইওয়ানের মধ্যাঞ্চলে এক গুদামঘরে অগ্নিকাণ্ড ঘটে এবং এই ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অন্তত ৯ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিকালে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে এবং ওই গুদামঘরে ২০ জনের বেশি মানুষ আটকে পড়েন।
আহত ব্যক্তিদের স্ট্রেচারে চাপিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে প্রথমে হাজির হওয়া উদ্ধারকারীদের। (এপি)