হোয়াইট হাউসের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার বলেন পরমাণু অস্ত্রসজ্জিত দেশ পাকিস্তান যে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে তাতে যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুগুলির উপরও তা আঘাত হানতে পারবে।
যুক্তরাষ্ট্রের এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী দেশ সম্পর্কে হতবাক করে দেওয়া তথ্যে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা জন ফাইনার বলেন ইসলামাবাদের আচরণ তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির লক্ষ্য সম্পর্কে “প্রকৃত প্রশ্নের” জন্ম দিয়েছে।
কার্নেগী ইনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পীস’এ দর্শকদের উদ্দেশ্যে ফাইনার বলেন,“সত্যি বলতে কি এটা আমাদের জন্য দেখা বড় কষ্টকর যে পাকিস্তানের কর্মকান্ড যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উদীয়মান হুমকি ছাড়া আর কীই বা হতে পারে”।
তিনি বলেন, “পাকিস্তান ক্রমশই সর্বাধূনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গড়ে তুলছে, দূর-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদ্ধতি থেকে শুরু করে এমন সব সাজ-সরঞ্জাম যা উল্লেখযোগ্য ভাবে আরও বড় রকেট পরীক্ষার সক্ষমতা প্রদান করেছে”।
ফাইনার বলেন, যদি এই অবস্থা চলতে থাকে,“পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরে লক্ষ্যবস্তুগুলিতে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে”।
তাঁর এই ভাষণের ঠিক একদিন আগেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে রয়েছে তাদের রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা দপ্তর যারা এই কর্মসূচি তদারকি করে।