ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে পড়া ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতেরা আত্মসমর্পণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ডাকাতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। ডাকাতেরা গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে। তারা ব্যাংকের ব্যবস্থাপক শেখর মন্ডলসহ কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে লকার থেকে টাকার বস্তা দিতে বলে।
এ সময় কৌশলে এক কর্মচারী নিচের লোকজন নিয়ে ব্যাংকের গেটে তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি টের পেয়ে এলাকাবাসী জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। তারা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলন করে মিডিয়া কর্মীদের সব তথ্য জানানো হবে।
তিনি বলেন, শেখর মন্ডল (ব্যাংকের ব্যবস্থাপক) কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ, ডিবি, সেনাবাহিনীর ও র্যাবের সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করে।
এই সংবাদ লেখা পর্যন্ত পুলিশ, ডিবি, সেনাবাহিনীর ও র্যাবের সদস্যরা রুপালী ব্যাংকটি ঘেরাও করে রাখে।