১৯ জানুয়ারির মধ্যে টিকটক ভিডিও অ্যাপ বাধ্যতামূলকভাবে বিক্রির জন্য যে আইন করা হয়েছে, তা ঠেকাতে টিকটকের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুনানিতে সম্মত হয়েছে। ১০ জানুয়ারি ঐ শুনানি অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বুধবার নিরাপত্তা রক্ষীরা অভিবাসীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবসে সীমান্ত খুলে দেয়া হয়েছে এমন গুজবের কারণে অনেক অভিবাসী সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।
নিউ ইয়র্ক শহরে সদেবি'স নিলামে বিশ্বের সবচেয়ে প্রাচীন টেন কমান্ডমেন্টস খচিত ট্যাবলেট ৫.০৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ঐ মার্বেল ট্যাবলেটটি রোমান-বাইজ্যানটাইন আমলের প্রায় দেড় হাজার বছর পুরোনো।