ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে নেটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন জেলেন্সকি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। প্যারিস, ৭ ডিসেম্বর ২০২৪।

রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার ব্রাসেলসে নেটো প্রধান মার্ক রুট এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে বসার কথা।

জেলেন্সকি মঙ্গলবার ইউক্রেনকে সামরিক সহায়তা বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, “'দূর থেকে যুদ্ধ চালানোর রাশিয়ার সক্ষমতা ধ্বংস করতে আমাদের অবশ্যই সম্ভাব্য সবকিছু করতে হবে। এর জন্য আমাদের আরও ড্রোন, আরও আধুনিক আর্টিলারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার।”

নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বায়িত্ব নেবার আর মাস খানেক বাকি। এর মধ্যেই এই বৈঠক ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে অনিশ্চয়তার প্রকাশ।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের ব্রাসেলসে জেলেন্সকির সঙ্গে সাক্ষাতের কথা আছে।

আলোচনা শুরুর আগে রাতভর রাশিয়ার বিমান হামলা চালানো হয়।

বুধবার ইউক্রেনের চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৩টি ড্রোন ভূপাতিত করেছে। তাছাড়া ওই এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের দুটি ড্রোন, ব্রায়ানস্কে একটি এবং কুরস্কের আকাশে আরেকটি ড্রোন ধ্বংস করেছে তারা।

প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া।