বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা। ১৬ ডিসেম্বর, ২০২৪।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

ড. ইউনূস বলেন, বিজয় দিবস শুধু গর্বের দিনই নয়, এটি একটি 'শপথ দিবসও'।

বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, "শপথ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা।"

ড. ইউনূস স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করার অঙ্গীকার করছি।

ড. ইউনূস বলেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে তারা বদ্ধপরিকর।

তিনি বলেন, "আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন।"

ড. ইউনূস বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জাতি হিসেবে স্বাধীনতা ও পরিচিতির স্বাদ অর্জন করে।

লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা পাওয়ার কথা উল্লেখ করে মহান বিজয় দিবসের সাফল্য কামনা করে তিনি।