সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় উপজেলার সদর পয়েন্টে এই ঘটনা ঘটে।
এ সময় আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সঙ্গে মোবাইল চার্জ নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি এলাকায় সড়কে অবরোধ করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। প্রায় ৪ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।"