ভারতের উত্তরাঞ্চলে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের জলকামান ও কাঁদানে গ্যাস দিয়ে আঘাত করা হয়েছে; নয়াদিল্লি অভিমুখে তাদের মিছিল রুখতে পুলিশ চেষ্টা করেছে। শনিবার, ১৪ ডিসেম্বর।
কৃষকদের দাবি, শস্যের জন্য সরকারের আরও বেশি সহায়তার আইনি নিশ্চয়তা, ঋণ মওকুফ করতে হবে। পাশাপাশি তারা বলেছে, তাদের আয় দ্বিগুণ করা হবে বলে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে মর্যাদা দিতে ও পূরণ করতে হবে।
ফেব্রুয়ারি মাস থেকে তারা পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তের শম্ভুতে শিবির করে অবস্থান করছে। এই সময় পুলিশ তাদের মিছিলকে থামিয়ে দেয়। (রয়টার্স)