জেলে রাত কাটানোর পর জামিনে ছাড়া পেলেন অভিনেতা আল্লু অর্জুন

Your browser doesn’t support HTML5

চলতি মাসের শুরুতে জনপ্রিয় ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের ছায়াছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হলে পুলিশ এই অভিনেতাকে গ্রেফতার করে; এর একদিন পর জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। শনিবার, ১৪ ডিসেম্বর।

ডিসেম্বরের শুরুতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা অঙ্গরাজ্যের হায়দরাবাদ শহরে আল্লু অর্জুন অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছায়াছবি “পুষ্পা ২: দ্য রুল”এর প্রদর্শনী চলাকালে পদপিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক নারী মারা গেছেন এবং তার ৮ বছর বয়সী ছেলে গুরুতরভাবে আহত হয়েছে।

এই নারীর স্বামী আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল ও প্রেক্ষাগারের পরিচালকদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আল্লুকে গ্রেফতার করা হয়েছিল। তার অভিযোগ, প্রদর্শনীতে অভিনেতা স্বয়ং হাজির হচ্ছেন তা পুলিশকে আগে না জানানোয় কল্পনাতীত ভিড় হয়।

পুলিশ আল্লু, তার নিরাপত্তা দল ও প্রেক্ষাগারের পরিচালকদের বিরুদ্ধে দন্ডনীয় হত্যার অভিযোগ দায়ের করে, তবে একে খুন হিসেবে গণ্য করা হয়নি।

আদালতের বাইরে আল্লু বলেন, এই ঘটনা “একেবারেই দুর্ঘটনাজনিত ও অনিচ্ছাকৃত,” এবং নিহতের পরিবারকে “যেভাবে সম্ভব” সাহায্যের অঙ্গীকার করেছেন। (এপি)