সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আইনজীবী মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণের পর কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
হামলার বিষয়টি শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্থানীয় গণমাধ্যমে নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে সিলেট নগরের সাগরদিঘিরপার এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।
অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশায় করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় মিসবাহ উদ্দিনকে।
পরে রাত সাড়ে ৩টায় সাগরদিঘীরপাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
রাতেই তার শরীরে অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে সিলেটে আদালত ও থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।
বিষয়টি জানতে আইনজীবী মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে মোবাইল ফোনে যোগায়োগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে, রাত ৮টার দিকে আইনজীবী মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা আহমদ মিসবাহ জানান, তার বাবার অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চান।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, "বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবুও আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।"