গাজায় এক ডাকঘরে ইসরায়েলি হামলা, নিহত ৩০ ফিলিস্তিনি

Your browser doesn’t support HTML5

একটি ডাকঘরে গাজার বাসিন্দারা আশ্রয় নিয়েছিল। সেখানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার বলেছে, তারা ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন ঊর্ধ্বতন সদস্যকে নিশানা করছিল। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর।

১৪ মাস ধরে চলা সংঘাতে পরিবারগুলি বাস্তুচ্যুত ও ছিন্নমূল হয়ে গেছে এবং নুসেইরাত শিবিরে একটি ডাকঘরে তারা আশ্রয় নিয়েছিল। এই ছিটমহলে ইসরায়েলি হামলার ফলে এদিন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬-তে; এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েল বলেছে, তাদের লক্ষ্যবস্তু ছিল ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক নেতা যে ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সৈন্যদের উপর হামলা চালিয়েছে। পাশাপাশি তেল আবিব অভিযোগ তুলেছে, জঙ্গি গোষ্ঠীগুলি বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের মানব-ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। (রয়টার্স)

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7899457.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।