আসাদের পতনের পর দামেস্কে প্রথম জুম্মার নামাজ

Your browser doesn’t support HTML5

সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদের পতনের পর প্রথম জুম্মার নামাজ শেষে বিজয় উদযাপন করতে দামেস্কের প্রখ্যাত উমায়েদ মসজিদে হাজার হাজার সিরিয়াবাসী সমবেত হয়। শুক্রবার, ১৩ ডিসেম্বর।

জুম্মার নামাজের একটা বিশেষ প্রতীকী দিক রয়েছে কারণ ২০১১ সালে সিরিয়ায় সরকার-বিরোধী অভ্যুত্থান থেকে গৃহযুদ্ধ শুরু হওয়ার দিনগুলিতে বিক্ষোভকারীরা মসজিদে যাওয়ার পর জনসমুদ্রে পরিণত হত।

বিদ্রোহের নেতা আহমদ আল-শারা (আগে আবু মহম্মদ আল-জোলানি নামে পরিচিত) এক ভিডিও বার্তায় হাজির হয়ে “সিরিয়ার মহান জনতাকে মহিমান্বিত বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।” উল্লেখ্য, এই বিদ্রোহের ফলেই আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন; দেশজুড়ে ১০ দিনের আকস্মিক অভিযানের পর বিদ্রোহীরা দামেস্ক দখল করে। (এপি)