তিনটি বিলুপ্তপ্রায় দৈত্যাকার ক্যাটফিশ ধরলেন জীববিজ্ঞানীরা

Your browser doesn’t support HTML5

কম্বোডিয়ার মেকং নদীতে ট্যাগিং-এর জন্য তিনটি প্রাপ্তবয়স্ক দৈত্যাকার মেকং ক্যাটফিশ একযোগে ধরা পড়েছে। এ এক বিরল ঘটনা। সামুদ্রিক জীববিজ্ঞানী ও সে দেশের মৎস্য বিষয়ক প্রশাসনের কর্মকর্তারা এই ঘটনায় ভীষণ উত্তেজিত। মঙ্গলবার, ১০ ডিসেম্বর।

ওয়ান্ডার্স অফ দ্য মেকং প্রকল্প নামের একটি প্রচার কর্মসূচি এক প্রেস বিবৃতিতে বলেছে, তাদের কয়েক দশকব্যাপী সমন্বিত সংরক্ষণ প্রচেষ্টা বিলুপ্তপ্রায় এই প্রজাতিকে টিকে থাকতে সাহায্য করবে--এই ঘটনা সেই আশাকে জোরদার করলো।

শুক্রবার থেকে গত কয়েক দিনে ধরা পড়া ছয়টি দৈত্যাকার মেকং ক্যাটফিশের মধ্যে মঙ্গলবার ধরা পড়া এই তিনটিও রয়েছে। (রয়টার্স)