ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহীর গত সপ্তাহের হত্যাকাণ্ডের সন্দেহভাজন লুইজি মানজিওনিকে নিউ ইয়র্কে আনতে কৌশলিরা পদক্ষেপ নিচ্ছেন। ব্যাপক তল্লাশীর পর তাকে সোমবার পেনসিলভেনিয়াতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের শুনানিতে তার জামিন নামঞ্জুর করা হয়।
প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার তার অর্থনীতির প্রতি সমর্থন জানিয়ে প্রশাসনের নীতি বজায় রাখতে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। নভেম্বরের নির্বাচনের সময় প্রতি ১০ জনে ৬ জন অর্থনীতির অবস্থাকে 'খারাপ' বা 'ভাল নয়' বলে বর্ণনা করে। এপি ভোটকাস্ট ঐ জরিপ চালায়।
দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এ সপ্তাহে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমে মালিবু থেকে প্রায় ২০ হাজার বাসিন্দাকে দাবানলের কারণে সরে যেতে হয়েছে। দমকল কর্মীরা সেখানে কাজ করছেন। জোর বাতাসের কারণে মঙ্গলবার ফ্র্যাংকলিন ফায়ার নামের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে।