অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (ফাইল ছবি)

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার (৮ ডিসেম্বর) বলেছেন, "অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।"

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে একথা জানান চৌধুরী।

তবে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই।"

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের ক্ষেত্রে অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ বিদেশি খেদা আন্দোলন ব্যানারে একটি সংগঠন দাবি করেছিল, "বাংলাদেশে ১০ লাখ অবৈধ বিদেশি কাজ করছে"।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘কর্মানুমতি ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক বৈঠক আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারি মাসেই।

বৈঠকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ১৬৭ জন। চার ধরনের ভিসায় তাঁরা এ দেশে এসেছেন।

এর মধ্যে ব্যবসা ও বিনিয়োগ শ্রেণির ভিসায় ১০ হাজার ৪৮৫, কর্মসংস্থান ভিসায় ১৪ হাজার ৩৯৯, শিক্ষা ভিসায় ৬ হাজার ৮২৭ এবং পর্যটন ও অন্যান্য শ্রেণির ভিসায় ৭৫ হাজার ৪৫৬ জন বিদেশি নাগরিক বাংলাদেশে এসেছেন।

তাঁদের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি—৩৭ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ চীনের নাগরিক—১১ হাজার ৪০৪ জন।