আসাদের পতন উদযাপনে রাস্তায় নেমে এসেছে সিরিয়ার কুর্দিরা

Your browser doesn’t support HTML5

বাশার আল-আসাদের সরকারের পতন উদযাপনের জন্য উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি শহরে শত শত কুর্দিদের উল্লাস করতে দেখা গেছে। রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪।

বিদ্রোহীরা ঝটিকা অভিযান চালিয়ে ১০ দিনের মধ্যে সিরিয়ার রাজধানীয় দামেস্কের দখল নেওয়ার পর রবিবার সকালে দেশটির সরকারের পতন হয়।

কুর্দি বাহিনী এবং লোকজন নিরাপত্তা কম্পাউন্ডে এবং শহরের প্রধান বিমানবন্দরে প্রবেশ করে, যা আগে সরকারের নিয়ন্ত্রণে ছিল।

তারা গান গেয়ে, বাতাসে গুলি ছুঁড়ে এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নেতা আবদুল্লাহ ওচালানের পোস্টার ধরে উদযাপন করে। ওচালান বর্তমানে তুরস্কের কারাগারে বন্দী।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একদল বিদ্রোহীর একটি ভিডিও বিবৃতি প্রচার করা হয়। সেখানে তারা বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে এবং সব বন্দীরা মুক্তি পেয়েছেন।