জর্জিয়ার তিবিলিসির কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। ইইউ-তে যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত করতে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের পর বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার সকাল, ৭ ডিসেম্বর।
রাজধানীর কেন্দ্রস্থলে একাধিক রাস্তায় বিক্ষোভ চলাকালে পুলিশের দিকে লেজার আলো ফেলতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
২৬ অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর জর্জিয়ান ড্রিম দল সংসদের নিয়ন্ত্রণ পুনর্দখল করেছে; জর্জিয়ার ইইউতে যোগদানের বিষয়ে গণভোট হিসেবে দেখা হয়েছে এই নির্বাচনকে। (এপি)