লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভারত–বাংলাদেশ সীমান্ত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন, লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুরের কুটিপাড় সীমান্তে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

শনিবার (৭ ডিসেম্বর) এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বিএসএফের গুলিতে আহত হেলালুজ্জামান আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবারকে উদ্ধৃত করে ঢাকার সংবাদমাধ্যম প্রথম আলো লিখছে, "ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি নাগরিক বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। ওই ব্যক্তি ভারতে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে গত শুক্রবার রাতে সীমান্ত পথে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন।"

স্থানীয়দের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যম বলছে, শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে হেলালুজ্জামানসহ কয়েকজন রাখাল গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, “সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে আহত ব্যক্তিকে ফেরত চাওয়া হয়েছে।”