চট্টগ্রামে বিমানবন্দরে ৬৩ ভরি স্বর্ণ জব্দ, অভিনেত্রী আটক

চট্টগ্রামে বিমানবন্দরে ৬৩ ভরি স্বর্ণ জব্দ, অভিনেত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৩ ভরি স্বর্ণ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার (৭ জানুয়ারি) সকালে ফ্লাইট (বিজি-১৪৮) থেকে তাদের যৌথভাবে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

এ সময় নাট্যাভিনেত্রী অনামিকা জুথীসহ দুইজনকে আটক করা হয়। জব্দ করা ৭৩৩ গ্রাম স্বর্ণের মূল্য আনুমানিক ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

জব্দ করা স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ (২৪ ক্যারেটের ৫৪৩ গ্রাম এবং ২২ ক্যারেটের ১৯০ গ্রাম)।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

তিনি বলেন, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে দুবাই থেকে সকালে শাহ আমানতে পৌঁছান।

তবে তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন বলে জানান তিনি।