২০২১ সালের বিক্ষোভের মতো এই বছরও শত শত কৃষক ফসলের নিশ্চিত সহায়ক মূল্যের দাবিতে নয়াদিল্লিগামী মিছিলে অংশ নিয়েছে। ভারতীয় পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শুক্রবার, ৬ ডিসেম্বর।
পাঞ্জাবের উত্তরাঞ্চল ও হরিয়ানা অঙ্গরাজ্যের মধ্যবর্তী সীমান্ত ক্রসিং শম্ভুর কাছে সংঘর্ষ ঘটে; রাজধানীতে প্রবেশের একাধিক রাস্তা ধাতব ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
হরিয়ানা ও পাঞ্জাব থেকে মিছিল শুরু করা কৃষকরা সে দেশের আইনে স্বীকৃত তাদের উৎপাদিত ফসলের ন্যূনতম বিক্রয়মূল্য বা রাজ্যের আরও সাহায্যের নিশ্চয়তা চাইছে । (এপি)