ভারতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Your browser doesn’t support HTML5

২০২১ সালের বিক্ষোভের মতো এই বছরও শত শত কৃষক ফসলের নিশ্চিত সহায়ক মূল্যের দাবিতে নয়াদিল্লিগামী মিছিলে অংশ নিয়েছে। ভারতীয় পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শুক্রবার, ৬ ডিসেম্বর।

পাঞ্জাবের উত্তরাঞ্চল ও হরিয়ানা অঙ্গরাজ্যের মধ্যবর্তী সীমান্ত ক্রসিং শম্ভুর কাছে সংঘর্ষ ঘটে; রাজধানীতে প্রবেশের একাধিক রাস্তা ধাতব ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

হরিয়ানা ও পাঞ্জাব থেকে মিছিল শুরু করা কৃষকরা সে দেশের আইনে স্বীকৃত তাদের উৎপাদিত ফসলের ন্যূনতম বিক্রয়মূল্য বা রাজ্যের আরও সাহায্যের নিশ্চয়তা চাইছে । (এপি)