শুক্রবার রাশিয়া বলেছে তাদের বাহিনী সরবরাহের মূল স্থান পক্রোভস্কের একটি গ্রাম এবং নিকটবর্তী শিল্পনগরী কারাখোভের কাছে আরেকটি গ্রাম দখল করে নিয়েছে। এর ফলে পূর্ব ইউক্রেনের যুদ্ধরেখা বরাবর দু’টি গুরুত্বপূর্ণ স্থল এলাকা তাদের দখলে চলে গেছে।
কয়েক মাস ধরেই মস্কো পূর্ব ইউক্রেনে এগিয়ে যাচ্ছে তাতে সমস্যার মুখোমুখি এবং অস্ত্রের ঘাটতির মুখে পড়া ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে তারা সুবিধা নিচ্ছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাত্যহিক বিবৃতিতে বলেছে রাশিয়ার সেনাবাহিনীর ইউনিটগুলি পূর্বাঞ্চলীয় ডনেটস্ক অঞ্চলের সুখি ইয়ালি ও পুস্তিংকা “বসতিগুলিকে মুক্ত করেছে” ।
সুখি ইয়ালি একটি জলাধারের তীরের গুরুত্বপূর্ণ শিল্পনগরী কুরাখোভের ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। মস্কো কুরাখোভকে ঘিরে ফেলার চেষ্টা করছে।
আর পুস্তিংকা হচ্ছে ইউক্রেনের বাহিনীকে সড়ক ও রেল পথে সরবরাহকারী রাস্তার মোড়ে পক্রোভস্কের দক্ষিণে অবস্থিত শহর।
প্রায় তিন বছর ধরে চলতে থাকা এই যুদ্ধটি সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়ে উঠেছে যখন রাশিয়ার ভূমিতে আঘাত হানতে কিয়েভ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দেওয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং পাল্টা জবাব হিসেবে মস্কো পরীক্ষামূলক ভাবে ইউক্রেনে হাইপারসনিক অস্ত্র নিক্ষেপ করছে।
জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আসার আগে অবধি ইউক্রেন নিজেকে যতটা সম্ভব নিরাপদ অবস্থানে রাখতে চাইছে।
রিপাবলিকানরা বলছে যে তারা ক্ষমতায় যাবার পর এই সংঘাত দ্রুতই শেষ করবে। এতে কিয়েভের মধ্যে এই আশঙ্কা দেখা দিয়েছে যে ইউক্রেনকে মস্কোর কাছে বিশাল এক আঞ্চলিক ছাড় দিতে হবে।
ইতোমধ্যেই শুক্রবার ইউক্রেনের ড্রোন রুশ-অধিকৃত ওলেশকি শহরে আঘাত হেনেছে যাতে তিনজন নিহত হয়েছেন এবং আরও তিন জন আহত হয়েছেন বলে জানান মস্কো নিয়োজিত ওই অঞ্চলের গভর্ণর।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রাশিয়ার নিয়োজিত গভর্ণর ভ্লাদিমির সালদোর দেওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি ভবনের বাইরে কম্বলে ঢাকা মৃতদেহগুলি রাস্তায় পড়ে আছে।
তিনি বলেন শহরের একটি সাহায্য বিতরণ এলাকাকে লক্ষ্য করে এই ড্রোনগুলি নিক্ষেপ করা হয়। তিনি ,
“কেবলমাত্র বেসামরিক লোকজন অধ্যূষিত এলাকায়” আক্রমণ চালানোর জন্য কিয়েভকে দায়ী করেন। তিনি বলেন, “ এর ফলে তিন জন নিহত হন। আরও তিনজন নাগরিক গুরুতর আহত হন”।
কিয়েভ তাত্ক্ষণিক ভাবে কোন মন্তব্য করেনি তবে সে দেশের রাশিয়ার দখল করা এলাকাগুলিতে অসামরিক লোকজনকে লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা অস্বীকার করেছে।
২০২২ সালে মস্কো ইউক্রেন আক্রমণ করার আগে অবধি ওলেশকির জনসংখ্যা ছিল প্রায় ২০,০০০।
এই এলাকাটি রাশিয়ার অধিকৃত দ্যনিপ্রো নদীর পূর্বাঞ্চলীয় তীরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরাসন এলাকায় অবস্থিত।