এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

বাইডেন প্রশাসন বলছে তারা মনে করে, ইসরায়েল গাজায় গণহত্যা করছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন অভিযোগ ভিত্তিহীন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ভেদান্ত পাটেল ঐ রিপোর্টের খুটিনাটি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন ঐ রিপোর্টের সাথে দ্বিমত পোষণ করে।

প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, জর্জিয়ার সাবেক সেনেটর ডেভিড পারডু-কে চীনের রাষ্ট্রদূত হিসেবে তিনি বেছে নিয়েছেন। ট্রাম্প এ ছাড়াও এ আই এবং ক্রিপটো বিষয়ক দায়িত্ব নেবার জন্য পে পলের সাবেক নির্বাহী ডেভিড স্যাক্সের নাম ঘোষণা করেন।

উত্তর ক্যালিফোর্নিয়ার বিশাল এলাকায় বৃহস্পতিবার সাত দশমিক শুন্য মাত্রার ভূমিকম্প হয়। ফলে ঐ অঞ্চলে উপকূল এলাকায় ৫৩ লক্ষ বাসিন্দার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। ২০১৯ সালের পর এটাই ছিল ক্যালিফোর্নিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।