পাকিস্তানঃ ইমরান খান জেল থেকে অসহযোগ আন্দোলনের হুমকি দিলেন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের সমর্থকেরা খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের দিকে মিছিল করছে। ফাইল ফটোঃ ২৫ নভেম্বর, ২০২৪।

পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চলতি মাসে দেশজোড়া আইন অমান্য আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন।

খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে বৃহস্পতিবার রাতে নিজের সমর্থকদের উদ্দেশে একটি বার্তা পোস্ট করেছেন; “শহিদদের শ্রদ্ধা জানাতে এক মহাসমাবেশে”র জন্য সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পেশোয়ার শহরে ১৩ ডিসেম্বরে সমর্থকদের সমবেত হতে আহ্বান জানিয়েছেন তিনি। শহরটি খাইবারপাখতুনখাওয়া প্রদেশের রাজধানী এবং খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের শাসনাধীন।

পাকিস্তানের সাবেক এই নেতা দাবি জানিয়েছেন, দেশের রাজধানী ইসলামাবাদে ২৬ নভেম্বরে পিটিআই সমর্থকদের “শান্তিপূর্ণ” সমাবেশে সরকারি দমনপীড়নের ফলে অন্তত ১২ জন সমর্থকের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত শুরু করা হোক।

পাশাপাশি, গত বছর মে মাসে দেশজোড়া বিক্ষোভ চলাকালে তার দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশের সহিংস অত্যাচারেরও তদন্ত চেয়েছেন তিনি। উল্লেখ্য, সেই বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়েছিল। সরকার-বিরোধী বিক্ষোভে আটক হওয়া কয়েকশো দলীয় কর্মীর মুক্তির দাবিও তুলেছেন ইমরান খান।

পাকিস্তানের জনপ্রিয়তম রাজনীতিক ইমরান খান সতর্ক করেছেন, “এই দুই দাবি পূরণ না করা হলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে এবং যে কোনও পরিণতির জন্য সরকার দায়ী থাকবে।

তিনি বলেছেন, “আমাদের শত শত কর্মী এখনও নিখোঁজ।”

খানের হুমকিতে পাকিস্তানের সরকার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি, তবে রাস্তায় সহিংস বিক্ষোভ প্রদর্শনের বিরুদ্ধে পিটিআইকে তারা বারবার সতর্ক করেছে। গত মাসে পিটিআইয়ের নেতৃত্বে চলা বিক্ষোভ মিছিলে কেউ হতাহত হয়নি বলে একাধিকবার দাবি করেছে তারা। সরকারের মন্ত্রীরা বলছেন, নিরাপত্তা বাহিনীগুলি “আগ্নেয়াস্ত্র” ব্যবহার করেনি, বরং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। তারা প্রায় ১ হাজার বিক্ষোভকারীর গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তাদের দাবি, ২০২৩ সালের ৯ মে খানের সমর্থকেরা সামরিক স্থাপনাসহ একাধিক গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালিয়েছে ও লুটপাট করেছে। পিটিআই নেতারা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দিয়েছেন।