ফিলিপাইনের সরকারি জাহাজে জলকামান নিক্ষেপ করেছে চীন কোস্টগার্ড, বলে অভিযোগ

Your browser doesn’t support HTML5

পশ্চিম ফিলিপাইন সাগরের জাতীয় টাস্কফোর্স (এনটিএফ-ডাব্লুপিএস) ৪ ডিসেম্বর বুধবার ফুটেজ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেখা যাচ্ছে , চীনা উপকূলরক্ষী জাহাজ ফিলিপাইনের একটি সরকারি জাহাজের ওপর জল কামান নিক্ষেপ করছে।

একই দিন চীনের কোস্টগার্ড জানায়, দক্ষিণ চীন সাগরে সংঘর্ষে ফিলিপাইনের কোস্টগার্ডের জাহাজগুলো বিপজ্জনকভাবে তাদের জাহাজের কাছাকাছি চলে এসেছে।

ফিলিপাইনসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের দাবি প্রত্যাখ্যান করে এবং একটি আন্তর্জাতিক রায় লঙ্ঘন করে চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগর নিজেদের বলে দাবি করে। রায়ে বলা হয়েছে, চীনের দাবির কোনো আইনগত ভিত্তি নেই। (এএফপি)