অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।
এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।
পড়ুন
ভিওএ জরিপঃ সংখ্যালঘু সম্প্রদায় 'আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে'জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা।
হাবিব উন নবী খান সোহেল
যুগ্ম মহাসচিব, বিএনপি
ভয়েস অফ আমেরিকাঃ অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা বেড়েছে বলে ভয়েস অফ আমেরিকার জরিপে মত দিয়েছেন বাংলাদেশের ৬৪.১ শতাংশ মানুষ, এমনকি সংখ্যালঘুদের প্রায় ৬৬ শতাংশ মনে করেছেন আগের সরকারের চেয়ে তারা এখন হয় বেশি নিরাপত্তা পাচ্ছেন অথবা একই রকম নিরাপত্তা পাচ্ছেন, জরিপের এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন?
হাবিব উন নবী খান সোহেলঃ আমরা দেশের সব ধর্মের মানুষরা এখন ভালো আছি, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সব সময় ছিলাম। কিন্তু আওয়ামী লীগের অবৈধ শাসনামলে কিছু লুটেরা হিন্দু ধর্মের লোকজনের জায়গা-সম্পত্তি গায়ের জোরে দখল করে, তাদের উপর নানাভাবে জুলুম-নির্যাতন করে সাম্প্রদায়িক সম্প্রীতি কিছুটা ক্ষতিগ্রস্ত করে। এখন লুটেরা-দখলবাজরা পালিয়ে যাওয়ায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কালিমা মুক্ত হয়েছে।
যারা এখন সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগের আঙুল তুলছেন, তাদের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এটি করছেন।
সংখ্যালঘু নির্যাতন নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার 'প্রোপাগান্ডা' চালানো হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের। বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করার জন্য ভারত উঠেপড়ে লেগেছে। কিন্তু তাদের সেই অভিযোগের যে কোনো ভিত্তি নেই, তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার করা জরিপে।
(এই সাক্ষাৎকার নিয়েছেন আদিত্য রিমন।)